বন্দীনি
-কবি নূরুল ইসলাম বিপিএম
বন্দীনি সে সোনার খাঁচায়,
তবু মন ছুটে যায় পাল তুলে
আনমনে
উদাস হয়ে কোন-সে ঠিকানায়!
বুকে আগুন পায়ে নুপুর
মন পুড়ে যায় মধ্য দুপুর,
শীতল হাওয়ার
পরশ পেতে ঘুঙুর বাজে পায়
দৃষ্টি ছুঁয়ে
বৃষ্টি নামে খোলা জানালায়!
স্বপ্ন যত বুকের মাঝে
রঙিন ডানায়
আকাশ ছুঁয়ে ওড়ে,
নিত্য সেথায় ঝোড়ো হাওয়া
পাঁজর ভাঙে
নীল সায়রের গভীর মোহনায়!
বন্দীনিবাস সোনার খাঁচা
দহন জ্বালায় পোড়ে!
মুক্তসুখে মনপাখিটাও করে ছটফট
এদিক-ওদিক
পাল তুলে যায়,
তবু মনের দুখে ছটফটাইয়া মরে!
আরও পড়ুন
জানুয়ারি ১৬, ২০২৫ ১২:০৪ পূর্বাহ্ণ
জানুয়ারি ৬, ২০২৫ ৮:৪৫ অপরাহ্ণ
জানুয়ারি ৬, ২০২৫ ৮:২২ অপরাহ্ণ