মধ্যবয়সী নারী
-কবি আয়েশা সীমা
ভরা যৌবনা যে শরীরে তুমি চোখের তৃপ্তি নাও
সে এক মধ্য বয়সী নারী, তার শরীরের ভাঁজে
উপচে পড়ে সুরম্য অট্টালিকা সম বহুতল বাসনা,
তুমি শরীর দেখো, যৌবন দেখো, মাপো যৌনতা,
তার গভীরে ডুবে নিজেকে নির্ভার করতে চাও নিষিদ্ধ স্নানে
যার বুকের মাঝে চুম্বনে তুমি তৃপ্তি পেতে চাও
শরীরী উন্মাদনার, একটু গভীরেই তার হৃদপিণ্ড
ওখানে প্রেম থাকে, ভালোবাসা থাকে,
থাকে যন্ত্রণা, এক পবিত্র আত্মার প্রার্থনা।
তুমি হয়তো নিপুণ শিল্পী একটি বিছানায়
তুমি হয়তো নিমগ্ন সাধক মাঝবয়সী উত্তাপের
তুমি হয়তো সে উত্তাপে পুড়িয়ে দিতে চাও
যতো ক্লেশ যাতনাকে, নির্ভার অনুভবে
যে শরীরে আঁকো শরীরী সুখের প্রলেপ
সে এক মধ্য বয়সী নারী
সে তার প্রার্থনায় মাগে প্রেম,
যন্ত্রণায় খোঁজে একটি নির্ভরতার স্পর্শ
হৃদপিণ্ডের ধুকপুকানিতে চায় একটি হৃদপিণ্ড।
তার চোখ চায় সুপুরুষের ঝলকে ঝলসে যেতে
পৌরুষের তাপে পুড়ে ছাই হতে হতে আবার জীবন পেতে
সুঠাম বাহুতে নিজেকে সপে প্রাণ ভরে বাঁচতে।
তাকে বাঁচতে দাও তোমার ভালোবাসায়
কামনার নগ্নতায় নয়, সুখে ছুঁয়ে নাও সুখ উত্তাপ।
আরও পড়ুন
ডিসেম্বর ২, ২০২৪ ১১:১৩ পূর্বাহ্ণ
নভেম্বর ২৯, ২০২৪ ১১:১০ পূর্বাহ্ণ
নভেম্বর ২৯, ২০২৪ ১১:০৪ পূর্বাহ্ণ