শিক্ষানবিশ
-কবি নূরুল ইসলাম বিপিএম
আমি তোমার কাছেও শিখছি
যখন যা পেয়েছি তাই,
কারণ আমিযে শিক্ষানবিশ
শিখে যাওয়ার নিয়ম তো এটাই।
শেখার মাঝেই আনন্দ আছে
আছে একবুক ভালোবাসা,
আছে বুকফাটা হাহাকার ক্রন্দন
আছে পাওয়া-না পাওয়ার আশা-নিরাশা!
মেঘের আড়ালে বৃষ্টির ধ্বনি
সৃষ্টির আনন্দে করে গান,
ভরা বাদলে ডুবে যায় মাঠঘাট পথ
অকালে ঝরায় কতযে প্রাণ!
যে মুখের স্নিগ্ধ হাসি দিয়ে তুমি
গভীর আনন্দ বুকে করো চাষ,
সে মুখ আবার ফিরিয়ে নিয়ে
ভাঙ্গনের আঘাতে করো সর্বনাশ!
যে তুমি ভালোবাসার স্বপ্ন দিলে বুকে
সেই তুমি সেই বুকে করছো আঘাত,
এরই মাঝে বুঝি রয়েছে অমর শিক্ষা
সুখে-দুখে হয় জীবনের যবনিকাপাত!
আরও পড়ুন
ডিসেম্বর ২, ২০২৪ ১১:১৩ পূর্বাহ্ণ
নভেম্বর ২৯, ২০২৪ ১১:১০ পূর্বাহ্ণ
নভেম্বর ২৯, ২০২৪ ১১:০৪ পূর্বাহ্ণ