ভূতের বাড়ি রামপুরে
_শাহিনুল ইসলাম শাহিন
গিয়েছিলাম ভূতের বাড়ি
রাত নিশিথে ঘুরতে,
বাঁশ বাগানে দেখেছিলাম
কিছু একটা নড়তে।
ভয়ে কাতর অন্তর আত্মা
আইলো বুঝি ধরতে,
ভূত পেত্নীর মায়ার জালে
হবেই আমায় মরতে।
নিথর পায়ে বল পাইনা
পারছিনা তাই সরতে,
জানলে আগে কে আসিতো
এই বিপদে পড়তে?
চাঁদের আলোয় মিলিয়ে দেখি
টিকটিকিটার কান্ড,
জুজুর ভয়ে ভীত আমি
অকাল এক কুষ্মাণ্ড!
আরও পড়ুন
জানুয়ারি ১৬, ২০২৫ ১২:০৪ পূর্বাহ্ণ
জানুয়ারি ৬, ২০২৫ ৮:৪৫ অপরাহ্ণ
জানুয়ারি ৬, ২০২৫ ৮:২২ অপরাহ্ণ