কী করে লুকাবে তুমি
– নূরুল ইসলাম বিপিএম
শত স্মৃতির অমৃত স্বর্ণ শিখরে বসে
বলোতো কী করে লুকাবে তুমি?
লতাপাতা গুল্ম বৃক্ষরাজি হয়ে
ঢেকে রেখেছো যে এ হৃদয়ভূমি।
ফুলে ফলে সুশোভিত হয়ে
যে মাঠে তোমার ফুটেছিল হাসি,
কী করে সে ভুলবে বলো
তোমার সেসব একান্ত স্মৃতি!
নির্ঘুম নিঝুম নিশুতি রাতে
কতযে কথা স্মৃতিতে ভাসে,
যেন সাথী হয়ে কথা বলো তুমি
একান্তে কাছে বসে পাশে!
তাই দেখে রূপালী চাঁদ হাসে,
সে হাসিতে প্লাবন আসে
মাঠঘাট অসীম প্রান্তর জুড়ে,
আমি দেখি এ হাতে হাত তোমার
হৃদয়ে বাঁশি বাঁজে ভৈরবী সুরে।
বাতাসের শীষে ভেসে ভেসে আসে
তোমার শ্বাসের অস্ফুট শব্দকনা,
কর্ণকুহরে নীরবে দোলা দিয়ে যায়
কিযে এক মোহনীয় সুখের ব্যঞ্জণা।
তোমাকে হারানোর ভয় নেই আমার
মলয় সমীর হয়ে মিশে আছো তুমি,
নিঃশ্বাসে বিশ্বাসে স্মৃতিরা বেঁধেছে বাসা
সে ভালোবাসায় ধন্য হয়েছি আমি।
আরও পড়ুন
ডিসেম্বর ৩, ২০২৪ ১১:২২ পূর্বাহ্ণ
ডিসেম্বর ২, ২০২৪ ১১:১৩ পূর্বাহ্ণ
নভেম্বর ২৯, ২০২৪ ১১:১০ পূর্বাহ্ণ