বেহায়া মন
-শাহজাহান সিরাজ সবুজ
বেহায়া মন বারণ শুনেনা,
প্রেম নদীতে করতে চায় গোসল!
বেহায়া মনকে বললাম,
ওহে প্রেম নদীতে দিস না সাঁতার,
হারিয়ে ফেলবি আসল!
তবুও বেহায়া মন কথা শুনেনা!
বেহায়া মন বড়ই অবুঝ,
প্রেম নদীতে দিল ডুব!
বড্ড বেশি অবাধ্য বেহায়া মন,
নীরবে- নিভৃতে কাঁদে সারাক্ষণ!
অবাধ্য বেহায়া মন,
দ্বিধান্বিত হৃদয়ে যপে তোমারে!
কত কথা, কত স্মৃতি, কত শপথ,
সবই ভুলে গেলে বেমালুম!
তবুও বেহায়া মন,
ছুটে তোমার প্রেম নদীতে।
ওহে প্রেম নদী,
তুমি বিহীন বেহায়া মন,
ভালো থাকে কিভাবে?
আরও পড়ুন
ডিসেম্বর ১২, ২০২৪ ১০:৫৯ পূর্বাহ্ণ
ডিসেম্বর ১০, ২০২৪ ৮:৪৪ পূর্বাহ্ণ
ডিসেম্বর ৮, ২০২৪ ৭:৩৩ পূর্বাহ্ণ