গোধূলি বেলায়
-কবি শাহিনুল ইসলাম শাহিন
রবির কিরণ ছড়িয়ে পড়েছে
দিগন্ত তট জুড়ে,
বাড়ি ফেরায় আকুল পাখিরা
দল বেঁধে যায় উড়ে।
তুমি আমি হারিয়ে ছিলাম
দুরের কোন গাঁয়,
তোমার চোঁখে তাকিয়ে দেখি
আমায় দেখা যায়।
পাগলা হাওয়ার বারন ছিলো
ছু্ঁইবে না সে চুলে,
খোঁপায় সাধের বেলীর মালা
যায় গো যদি খুলে।
কোত্থেকে এক প্রজাপতি
নাকের ডগায় বসে,
তাই দেখিয়া ঝিলের জলে
শাপলা ফুলও হাসে।
কোথায় তুমি কোথায় আমি
কেউ নয় আজ প্রিয়,
আবার জন্ম হয়গো যদি
কাছে ডেকে নিও।
আরও পড়ুন
অক্টোবর ১৫, ২০২৪ ৭:২৪ পূর্বাহ্ণ
অক্টোবর ১০, ২০২৪ ৭:৫২ পূর্বাহ্ণ
অক্টোবর ৮, ২০২৪ ৭:২০ পূর্বাহ্ণ