
বিজয়ের মাহেন্দ্রক্ষণে
-নূরুল ইসলাম বিপিএম
কালের অতলে হারিয়ে গেল
বিষব্যথাভরা বিষফোঁড়া গুলো,
জলের অতলে দিলো ডুব
জীবনের শঙ্কা যাকিছু ছিলো!
বৈরী বাতাসে খেয়া পারাপারে
উত্তাল উন্মত্ত পদ্মার বুকে
সলিল সমাধিতে ঘুমিয়েছে যেজন,
সে ঘুম কীযে বিষাদময়
জানে শুধু তার একান্ত প্রিয়জন!
যুগ যুগান্তরের বৈরী সে পথ
আজ হলো সে বাঙালির বিজয়গাথা,
বিজয়ের উল্লাসে ভাসছে মানুষ
বাতাসের কানে কানে ঐ শোনো
বিমোহিত বিজয়ের সেই বারতা!
এপারে-ওপারে ঐ দেখো
বিজয়োল্লাসে নাচছে গাছের পাতা!
পাখপাখালির পাখায়-ডানায়
বেজে উঠছে কেমন দেখো বিজয়ের সুর,
আকাশে-বাতাসে সে সুরের ধ্বনি
পদ্মার ঢেউয়ে ঢেউয়ে উঠছে নেচে
চেয়ে দেখো হাসছে কেমন-ঐ দূরের সমুদ্দুর!
বিজয়ের মাহেন্দ্রক্ষণে
আনন্দে মেতেছে দেখো আজকে সবাই,
এমন বিজয় মুকুট বার বার ছিনিয়ে আনতে চাই।
তবেই ধন্য হবে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ,
ধন্য হবে বাঙালি জাতির গর্বের সোনার বাংলা-
আমার প্রাণপ্রিয় এই সে স্বদেশ।