তবুও সত্য অধরাই রয়ে গেলো
-শাহজাহান সিরাজ সবুজ
যারা এসেছিল ভবে, চলে গেছে সবে,
যারা আছি, তারাও রবো না ক্ষণ পরে,
যারা আসবে, তারাও একদা চলে যাবে,
মাঝের সময়টা নাটকীয়তায় ভরপুর।
আসা- যাওয়ার রহস্য উদঘাটন,
আমার কর্ম নয়, আমি কোন ছাড়,
মহাঋষি- জ্ঞানী- গুণী মানছে হার।
কুল-কিনারা না পাইয়া,
কল্পিত শক্তিতে নিজেকে খুঁজি।
মম হৃদয়ে যা কল্পিত জ্ঞান করে,
অন্যদের কাছে তা অন্তহীন- অসীম,
কল্যাণকর সকল মতবাদ, বিশ্বাসে
শ্রদ্ধাশীল আমি।
অধমের কথায় যদি পাও আঘাত,
তুমি উত্তম, ক্ষমা করো আমায়।
মম দোদুল্যমান চিত্ত, সত্যের সন্ধানে,
দিবানিশি প্রাণপণ করছি লড়াই,
তবুও সত্য অধরাই রয়ে গেলো।
আরও পড়ুন
অক্টোবর ১৫, ২০২৪ ৭:২৪ পূর্বাহ্ণ
অক্টোবর ১০, ২০২৪ ৭:৫২ পূর্বাহ্ণ
অক্টোবর ৮, ২০২৪ ৭:২০ পূর্বাহ্ণ