
কালের সাক্ষী এ আষাঢ়ে বান
-কবি নূরুল ইসলাম বিপিএম
আষাঢ়ে আজ বান ডেকেছে
আকাশ- বাতাস
ভাসছে বানের জলে,
মাঠ- ঘাট প্রান্তরে থৈ থৈ জল
নগরী গেছে ডুবে
মহাসড়কে ঐ দেখো কেমন করে নৌকো চলে!
কালের সাক্ষী এ বান
বিভীষিকাময় জলের গতি,
দয়ামায়াহীন নির্মম নিষ্ঠুরতায় আবির্ভাব যার
কী করে করি সে বানের স্তুতি!
মসজিদ মন্দির গেছে ডুবে
লোকালয় সব জলের নিচে,
সবার উপরে যে মানুষ সত্য
তাদের জীবন আজ বিপন্ন মিছে!
ঠাঁই নাই ঠাঁই নাই তিলটুকু ঠাঁই নাই
জলে-জোয়ারে ভাসছে মানুষের লাশ,
বিপন্ন মানুষ করছে আহাজারি
তাদের বসতবাড়িতে করছে পোকামাকড়ে বাস!
এ এক আজব আষাঢ়ে বান
শত বছরেও দেখেনি যারে
আমার এ বাংলার মানুষ,
সকল প্রযুক্তি মুহুর্তে হয়েছে বিকল
দিশেহারা মানুষ হারিয়েছে হুঁশ!