
মুখোশোশি
-শাহজাহান সিরাজ সবুজ
বাহ্যিক সৌন্দর্যে মুখোশোশি,
অন্ত দৃষ্টিতে তুমি তা নও…!
ভিতরে খোলস, বাহিরে মানুষ,
অন্তর জুড়ে তব অবক্ষয়…!
কি ভাবছো, সমালোচনা করছি,
সমালোচক হতে হলে সবে বলে,
হতে হবে জ্ঞানী- দূরদর্শী।
আমিতো মূর্খ মানব,
এ লেখা মম মুর্খতার বহিঃপ্রকাশ।
মুখোশোশি আজো ‘ভালোবাসি’ বলে‚
তুমি কেঁদে ফেললেই…
গাঢ় রক্তে ছেয়ে যায় মম হৃদয়।
আজো তাই মনের বেখেয়ালে,
তোমায় মনে পড়ে বারেবারে।
হে মুখোশোশি,
বেখায়ালে সেই-ই তো রয়‚
যে থাকে সমগ্র হৃদয় জুড়ে…
হে মুখোশোশি,
ভালোবাসায় থাকে যদি কপটতা,
তাহলে ভালোবাসা রয় কি?
ভালোবাসিনা সেকথা বলি কিভাবে,
খানিকটা টান হৃদয়ে আছে লুকিয়ে।
তাই বলে ভেবোনা তুমি,
তব সঙ্গ বিহীন মম হৃদয় বেদনাহত,
মোটেও তা নয়,
বরং প্রশান্তিতে আছি।
অন্তত পাশে নেই
কোনো কপটাচারিণী….
যদি কেড়ে নিতে মম প্রাণ,
দুঃখ হতো না মৃত্যুকালে।
কেড়ে নিয়েছো মম বিশ্বাস।
তবুও তব মঙ্গল কামনা করে,
সবুজ বাঙ্গালী।