
ডেস্ক রিপোর্ট:: বীর মুক্তিযোদ্ধা, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ খোকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও আইনমন্ত্রী আনিসুল হক।
সোমবার (৯ মে) এক শোকবার্তায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আরেক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান আইনমন্ত্রী আনিসুল হক।
শনিবার (৭ মে) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে মারা যান শাহ জিকরুল আহমেদ। তিনি আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাধারণ আসনের সাদা প্যানেলের প্রার্থী ছিলেন।
শাহ জিকরুল আহমেদ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার আলমনগরে ১৯৫১ সালের ১৬ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) স্থায়ী কমিটির সদস্য।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে নৌকা প্রতীকে ২০০৮ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন তিনি। তিনি বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশন এবং ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ছিলেন। বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনী প্রচারনাকালে হার্ট অ্যাটাকে মারা যান।