
মোঃ বিল্লাল হোসেন টঙ্গী গাজীপুর:
বিশিষ্ঠ শ্রমীকনেতা শহীদ আহসান উল্লাহ মাস্টার হত্যকাণ্ডের প্রতিবাদে টঙ্গী রেলস্টেশনে ট্রেন পোড়ানো, স্টেশন ভাঙচুর ও বিক্ষভ এর প্রতিবাদে বিএনপি সরকারের দায়েরকৃত মামলায় দীর্ঘ ২০ বছর আইনি লড়াইয়ের পর মঙ্গলবার ঢাকা আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন টঙ্গী আওয়ামী লীগের ১০ নেতাকর্মী।
অন্যায় ভাবে দায়ের করা মিথ্যা মামলা থেকে সবাই বেকসুর খালাস পাওয়ার খবরে টঙ্গীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
বেকসুর খালাস পাওয়ারা টঙ্গীতে এসে পৌঁছলে ফুলেল শুভেচ্ছা ও অভিবাদন জানানো হয় তাদের।অভিযুক্তরা বরাবরই বলে আসছিলেন, বিএনপি-জামায়াত জোট সরকার তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল। দীর্ঘ ২০ বছর আইনি লড়াইয়ে তারা খালাস পেয়েছেন।
মিথ্যা মামলা থেকে খালাসপ্রাপ্তরা হচ্ছেন- জাকির হাসান খোকন, কামাল হোসেন, ফিরোজ খান, মজিবুর কমিশনার ও কাশেম রাসেল, স্বপন, আক্তার ও নবীন হোসেনসহ আরও অনেকে।