
আঃ খালেক মন্ডল গাইবান্ধা :
গাইবান্ধার সাঘাটা উপজেলার জাঙ্গালিয়া গ্ৰামে একটি বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ নগদ টাকাসহ ৭ জুয়ারীকে গ্ৰেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ২ টার দিকে সাঘাটা থানার পুলিশের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।
থানা সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার সাঘাটা থানার জাঙ্গালিয়া গ্ৰামের আঃ আজিজ এর বাড়িতে তাস দিয়ে জুয়া খেলার সময় সাতজন জুয়ারীকে আটকসহ জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করেছে।
আটককৃতরা হলেন, রাজা মিয়ার পুত্র আঃ আজিজ, ধলু বেপারীর পুত্র বাদশা মিয়া, আঃ বারীর পুত্র ফরিদুল ইসলাম, করম আলীর পুত্র সিরাজুল ইসলাম, মৃত মন্তাজ আলীর পুত্র জাহিদুল ইসলাম, আঃ হালিম মন্ডলের পুত্র নুরনবী ও মৃত আঃ গোফফারের পুত্র জিয়ারুল ইসলাম।
গ্ৰেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া খেলার বিশেষ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদেরকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।