
সিদ্ধিরগঞ্জ প্রতিবেদক:
সিদ্ধিরগঞ্জে দু’টি শিল্প কারখানায় অভিযান চালিয়ে ১’লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বিচ্ছিন্ন করা হয়েছে কারখানা দু’টির অবৈধ গ্যাস সংযোগ। জব্দ করা হয়েছে একটি হাই পাওয়ার কম্প্রেসার। তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীর নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপনণ অফিসের সার্বিক সহযোগিতায় গতকাল মঙ্গলবার দুপুরে মিজমিজি বাতেনপাড়া এলাকায় জমজম ওয়াশিং ও কেয়ার ইউনাইটেড কেমিক্যালস কারখানায় এ অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমানের আদালত।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান জানান, অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করার অভিযোগে তাজুল ইসলামের জমজম ওয়াশিং ৫০ হাজার ও অরুন মিয়ার কেয়ার ইউনাইটেড কেমিক্যালস নামক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় দু’টি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং একটি কম্প্রেসার ও কিছু গ্যাস পাইপ জব্দ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপনণ অফিসের ব্যবস্থাপক, প্রকৌশলী; মোস্তাক মামুদ ও ম্যানেজার মো: ইমরান