
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর থেকে অপহৃত হওয়া দশম শ্রেণীর এক স্কুলছাত্রী (১৫) কে ১৮ দিন পর ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের অভিযোগে মো. রবিউল ইসলাম (২০) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত রবিউল মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গাড়াদিয়া এলাকার মো. সিদ্দিক মিয়ার ছেলে।
সোমবার (৩ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জের গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।
পুলিশ জানায়, চলতি বছরের ১৬ মার্চ সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে ওই স্কুলছাত্রী নিখোঁজ হয়। দীর্ঘ ১৮ দিনেও তার সন্ধান না পেয়ে, গত ২ এপ্রিল নিখোঁজ স্কুলছাত্রীর মা ঘিওর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এরপর তথ্য প্রযুক্তি ব্যবহার করে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রাম থেকে রোববার রাতেই ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ। অপহরণের অভিযোগে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল মো. রবিউল ইসলাম নামের এক কিশোরকে গ্রেফতার করে।
ডিবি’র ওসি মো. আবুল কালাম বলেন, ওই স্কুলছাত্রীকে উদ্ধারের পর তার পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে এবং জবানবন্দীর জন্য ওই স্কুলছাত্রীকে আদালতে প্রেরণ করা হবে। অভিযুক্ত কিশোরকে ঘিওর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান বলেন, স্কুলছাত্রীর মায়ের অভিযোগের প্রেক্ষিতে ঘিওর থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে (সংশোধনী/২০০৩) এর ৭/৩০ ধারায় (মামলা নং-১) মামলা রুজু করা হয়। আগামীকাল (মঙ্গলবার) সকালে গ্রেফতারকৃত মো. রবিউল ইসলামকে আদালতে সোপর্দ করা হবে।