নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা সদরে বড় বাজারে অধিক মূল্যে তরমুজ বিক্রি করায় ও নোংরা পরিবেশে খেজুর বিক্রি করায় মোবাইলকোর্ট অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন।
জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৫১ ধারায় ০৪ টি মামলায় ৪ হাজার ৫ শত টাকা জরিমানা প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।