সিদ্ধিরগঞ্জ প্রতিবেদক:
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান হত্যা মামলার এজহারনামীয় আসামী মানিক গ্রেফতার। গতকাল শনিবার থানার জালকুড়ি বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ধৃত আসামীকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে। আদালতে অভিযুক্ত স্বামী মানিক পাটোয়ারী তার স্ত্রীকে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে স্বেচ্ছায় জবানবন্দি প্রদান করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ ইয়াউর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানার জালকুড়ি বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। উক্ত অভিযানে চাঁদপুর সদর উপজেলার, মুন্সিরহাটি গ্রামের, মৃত শরাফত পাটোয়ারীর ছেলে মানিক পাটোয়ারী(৫৫)কে গ্রেফতার করা হয়।
গতকাল শনিবার পুলিশ ধৃত আসামীকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে। আদালতে ঘাতক স্বামী মানিক পাটোয়ারী তার স্ত্রীকে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে স্বেচ্ছায় জবানবন্দি প্রদান করে