
নিজস্ব প্রতিবেদক:
সাাভারের তিতাস জোনল বিপনন অফিস টিএন্ডডি কতৃক আশুলিয়ার কাঠগড়ার আলম সুপার মার্কেট ও জিরাবো দেওয়ান ইদ্রিস কলেজ এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নে অভিযান পরিচালনা করেছে।
এসময় অবৈধ সংযোগে ব্যাবহৃত পাইপ রাইজার ও চুলা জব্দ করেছে তিতাস কতৃপক্ষ ।এছাড়াও অভিযান চলাকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভূমি) আনোয়ার হোসেন।ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন হোটেল ও একটি বাড়িতে বিভিন্ন এমাউন্টে জরিমানা করা হয়েছে।
বুধবার ৭ ডিসেম্বর আশুলিয়ার কাঠগড়ার আলম সুপার মার্কেট ও জিরাব দেওয়ান ইদ্রিস কলেজ এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নে অভিযান পরিচালনা করেছে সাভার তিতাস ট্টিএন্ডডি জোনল বিপনন অফিস । পরিচালিত অভিযানে ৩ কিলোমিটার এলাকার ৭শ এর অধিক বাসাবাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কতৃপক্ষ।
এছাড়াও জিরাবো বাসস্টান্ড এলকায় বেশ কয়েকটা রেস্টরেন্টে অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন সহ চুলা রাইজার গ্যাস ট্রান্সমিটার জব্দ করা হয়েছে এবং কয়েক লক্ষটাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।এসময় দেখা যায় জরিমানার টাকা অনাদায়ে কয়েকজন কে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
এবিষয়ে সংবাদ সংগ্রহ কালে জানা যায় তিতাস কতৃক্ষ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে কোন সুফল পাচ্ছে না।সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস একদিকে,অন্যদিকে আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একশ্রেনীর কুচক্রি গ্যাসচোর মহল পুনরায় সেই সংযোগ স্থাপন করছে। আারো যানাযায় এ জাতীয় অপকর্ম স্থানীয় ভাবে প্রভাবশালীদেও যোগসাজোসেই হয়ে থাকে।
সরেজমিন সংবাদ সংগ্রহ কালে অভিযান পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত উর্ধতন কর্মকর্তা ব্যাবস্থাপক প্রকৌশলি আবুসাদাত মোহাম্মাদ সায়েম জানান এ সকল সংযোগ কিছুদিন আগেই বিচ্ছিন্ন করা হয়েছিল’বলে, সাংবাদিক দের সাথে তিনি এসকল কথা বলেন
অভিযানটি চলাকালে এসময় অন্যন্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপ- ব্যাবস্থাপক আনিসুজ্জামান রুবেল , স্হ- ব্যাবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান সহ তিতাসের কারিগরি টিমের সদস্যগণ
অভিযান পরিচালনায় আইন সৃংখ্যলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে, আশুলিয়া থানা সহকারি উপ-পরিদর্শক রবিউল ইসলামের নেতৃক্তে মহিলা পুলিশ সহ বেশ কিছু পুলিশ সদস্য দিনভর কাজ করেন।