
মোঃ রফিকুল ইসলাম মৃধা, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫টি ড্রেজার মেশিন জব্দ’সহ বিপুল পরিমান পাইপ গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার (৪ ডিসেম্বর) প্রায় দিনব্যাপী ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হামিদুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের উত্তর তরা এলাকার কালিগঙ্গা নদী থেকে ২টি, পয়লা ইউনিয়নে পূরাতন ধলেশ্বরী নদীর বাসুদেব বাড়ী এলাকা থেকে ১টি, নিলুয়ার বিল ও বড় কুষ্টিয়া এলাকা থেকে একটি করে মোট ৫টি ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং বিপুল পরিমান পাইপ ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়। অভিযানের সময় ড্রেজার মালিক ও শ্রমিকরা পালিয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হামিদুর রহমান বলেন, কিছু অসাধু ব্যক্তিরা প্রশাসনকে ফাঁকি দিয়ে বিভিন্ন নদী ও বিল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে। ড্রেজার মেশিনের সাহায্যে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে এবং বিপুল পরিমান পাইপ গুঁড়িয়ে বিনষ্ট করা হয়েছে। নদী ভাঙ্গণ প্রতিরোধ ও কৃষি জমি রক্ষায় উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।