
মোঃ রফিকুল ইসলাম মৃধা, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় ৪ টি ইটভাটায় অভিযান চালিয়ে ২০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা ২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত জামির্তা ইউনিয়নের হাতনী- ডিগ্রিরচর চক এলাকায় এ অভিযান চালানো হয়। সিঙ্গাইর থানা পুলিশের সহযোগীতায় অভিযান পরিচালনা করেন সিঙ্গাইর উপজেলা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মাঈনুল ইসলাম।
জানা গেছে, হাতনী- ডিগ্রিরচর চক এলাকার ডিএমসি, টিএসবি, এমএমসি ও ডিএসবি ইটভাটাগুলো নিয়মনীতি না মেনে ইট পোড়াচ্ছিল বলে অভিযোগ পায় উপজেলা প্রশাসন। পরে অভিযানে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে, চারটি ইটভাটার প্রত্যেককে ৫ লাখ করে মোট ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।