নবীনগর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে মাটি তোলার দায়ে একজনকে এক লাখ টাকা জরিমানা (অনাদায়ে ২৫ দিনের কারাদন্ড) প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১নভেম্বর ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইনে’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করা হয়। মোশারফ হোসাইন বলেন, ‘নবীনগর উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করে আসছে একটি মাটি ব্যবসায়ী চক্র।
গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে আজ দুপুরে ভ্রাম্যমাণ আদালত উপজেলার শান্তিপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার মালিককে জেল জরিমানা প্রদান করা হয়। অপরাধীদের ঘটনাস্থল থেকে আটক করা হয়।
অপরাধীরা তাদের অপরাধ স্বীকার করায়, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ২৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
জব্দকৃত মেশিন ও সকল পাইপ পুলিশ ক্যামপ এর জিম্মায় ও তত্ত্বাবধানে রাখা হয়।তিনি বলেন, ‘জনস্বার্থে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে উপজেলা ভূমি অফিসের লোকজন এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।