
সিদ্ধিরগঞ্জ প্রতিবেদক:
সিদ্ধিরগঞ্জের আদমজী নগরে অবস্থিত র্যাব-১১’র অভিযানে আওয়ামী লীগ নেতা হাজী কফিল উদ্দিন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: তোফাজ্জল হোসেনকে(৫৫) দীর্ঘ ১৯ বছর পর গ্রেফতার। তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল রোববার রাতে ঢাকা জেলার আশুলিয়া থানার দক্ষিণ গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গতকাল রোবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে নিশ্চিত করেন র্যাবের মিডিয়া অফিসার মো: রিজওয়ান সাঈদ জিকু।
র্যাব জানায়, সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকায় নিজ বাড়ীর সামনে গত ২’হাজার ৩’সালের ১৬’ডিসেম্বর প্রকাশ্য দিবালোকে আওয়ামী লীগ নেতা হাজী কফিল উদ্দিনকে গুলি করে হত্যা করেন সন্ত্রাসীরা। ওই ঘটনায় নিহতের স্ত্রী আম্বিয়া খাতুন বাদী হয়ে ১৬’জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর থেকেই এজাহার নামীয় আসামি তোফাজ্জল হোসেন আতœগোপন করেন। তার অনুপস্থিতিতে আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ডের রায় দেন। সাজা মাথায় নিয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। র্যাবের গোয়েন্দা ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান নিশ্চিত হয়ে তাকে গতকাল রোববার রাতে গ্রেফতার করা হয়। ধৃত তোফাজ্জলকে র্যাব সিদ্ধিরগঞ্জ থানায় হস্থান্তর করে। থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করলে আদালত ধৃতকে জেল হাজতে পাঠায়।