
মোঃ রফিকুল ইসলাম মৃধা : মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের শিবালয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে ৩ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গত শুক্রবার শিবালয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহিদুর রহমান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে যমুনা নদীতে মা ইলিশ ধরার সময় অভিযান চালিয়ে ৭ জনকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শিবালয় উপজেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন।
আটকদের ভ্রাম্যমান আদালতে তোলা হলে বিচারক, অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ৪ জনকে মুচলেকা রেখে ছেড়ে দেন। বাকী ৩ জনের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।
এ সময় অভিযানের সময় জব্দ হওয়া ২০০ মিটার জাল পুড়িয়ে ফেলা হয়। একই সাথে জব্দকৃত ৫ কেজি ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান জানান, এ পর্যন্ত নিষিদ্ধ ইলিশ ধরার অপরাধে জেলেদের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ৩০ হাজার মিটার জাল জব্দ ও ৫০ কেজি মাছ উদ্ধার করা হয়। জালগুলো পুড়িয়ে ফেলা হয়, এবং মাছগুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।