
পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের বোদা উপজেলায় বিভিন্ন অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৫০০০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড়।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর ) দুপুরে বোদা বাজার এলাকায় ভোক্তা অধিকার আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় অভিযান পরিচালনা করে তাদের এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
অভিযান সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের ভিত্তিতে বোদা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় মুল্য তালিকা না থাকা, দইয়ে লেবেল না থাকা এবং খোলা লবন রাখার দায়ে নিউ বন্ধু হোটেলকে ৩০০০ হাজার টাকা এবং মেয়াদউত্তীর্ন পন্য রাখা এবং মুল্য তালিকা না রাখার দায়ে উজ্জ্বল স্টোরকে ২০০০ হাজার টাকাসহ দুই প্রতিষ্ঠানকে মোট ৫০০০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে, বোদা থানা পুলিশের একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এ অভিযানে উপস্থিত ছিলেন। সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন বলেন,জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।