
নবীনগর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম এবং একই গ্রামের মনিরুল ইসলামের মেয়ের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের সূত্র ধরে প্রেমিকের বাড়িতে এসে গত শনিবার বিয়ের দাবীতে অনশনে বসেন ওই কিশোরী। এখবর ছড়িয়ে পড়লে সাকিবুলের বাড়িতে ভিড় জমায় এলাকার উৎসুক জনতা। এদিকে এঘটনায় রবিবার কিশোরীর মা নাজমা বেগম বাদী হয়ে নবীনগর থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। পরে নবীনগর থানা পুলিশ প্রেমিক সাকিবের বাড়িতে এলে সাকিবের পরিবারের লোকজন কিশোরী সহ প্রেমিক সাকিবকে পুলিশে সোপর্দ করে দেন।
স্থানীয়রা জানান, তাদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক মেয়েটি একাধিক বার ছেলের বাড়িতে চলে এসেছে, বার বার মেয়ের পরিবার তাকে বুঝিয়ে নিয়ে গিয়েছে। গত শনিবার পূনরায় সে সাকিবুলের বাড়িতে এলে তার পরিবারের লোকজন তাকে বার বার নেয়ার চেষ্টা করলেও সে যায়নি। রবিবার আনুমানিক ১২ টার দিকে স্থানীয় হুজুর দ্বারা তাদের দুজনকে ইসলামী শরীয়া মোতাবেক বিয়ে পড়ানো হয়। তবে মেয়েটি অপ্রাপ্ত বয়স হওয়ায় তাদের বিয়ের কাবিন করা সম্ভব হয়নি।
এবিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, মেয়ের মা বাদী হয়ে নবীনগর থানায় একটি অভিযোগ দায়ের করলে তা গ্রহণ করে ওই কিশোরীর ১৬ বছর অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে সোমবার ভিক্টিম হিসেবে এবং প্রেমিক সাকিবকে আসামী হিসেবে ৩ অক্টোবর সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।