নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে আল্লাহ কে নিয়ে কটুক্তি করায় মন্দিরের পুরোহিতের ছেলে অভি চক্রবর্তী (১৭) নামে এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ। অভি চক্রবর্তী সরাইল উপজেলার কালিগচ্চ গ্রামের মৃত খোকন চক্রবর্তীর ছেলে। গতকাল মঙ্গলবার (২৭/৯) তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উপজেলার নাটঘর গ্রামের নজরুল ইসলামের ছেলে আবু ইউসুফ বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
সুত্র জানায়, প্রায় ১৫ বছর পূর্বে উপজেলার নাটঘর মন্দিরের পুরোহিতের দায়িত্ব পান খোকন চক্রবর্তী। তারপর থেকে তারা এখানে বসবাস করে আসছে। গত ২৬ সেপ্টেম্বর সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম একই গ্রামের মোঃ তুষার ” তুমি নামাজ পড়া শুরু কর,নামাজ তোমাকে বদলাতে শুরু করবে ইনশাআল্লাহ্” শিরোনামে একটি স্ট্যাটাস দেয় । তার এই পোস্টের কমেন্টসে নামাজ ও আল্লাহ কে নিয়ে কুটুক্তি করে ওই পুরোহিতের ছেলে অভি চক্রবর্তী।
এটি ভাইরাল হলে মুসলিম সমাজে মাঝে উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় গ্রামের আলেম সমাজ দ্রুত পুলিশ কে অবগত করলে পুলিশ রাতে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
অফিসার ইনচার্জ (পরিদর্শক) সাইফুদ্দিন আনোয়ার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মহান সৃষ্টিকর্তাকে নিয়ে কটুক্তি করায় অভি চক্রবর্তী নামক এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলে তাকে জেল হাজতে পাঠানো হয়।