ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (০৪ সেপ্টেম্বর) পীরগঞ্জ উপজেলার ফুটানি বাজার এবং শহীদ ইসহাক আলী সড়ক সহ ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।
জানা যায়, ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার ফুটানি বাজার এলাকার আবু জিহাদ বেকারিকে ৫,০০০টাকা, মেসার্স ভাই ভাই ফার্মেসি কে ৩,০০০টাকা এবং পীরগঞ্জ শহীদ ইসহাক আলী সড়ক নিউ পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার কে ১০,০০০ হাজার টাকা জরিমানা করা হয়।
ওই দিন ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।
Attachments area