মনির হোসেন, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করে এক মাদক সেবনকারীকে জেল ও জরিমানা করা হয়।
আজ শুক্রবার মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীনগর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন। এসময় মাদক সেবনরত অবস্থায় মাতলামী সহ অশ্লীল আচরণ করায় মাদক সেবনকারীকে হাতেনাতে আটক করা হয়।
উক্ত অপরাধ আমলে নিয়ে স্বাক্ষীদের উপস্থিতে মাদকসেবী নিজের অপরাধ স্বীকার করায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় মোহাম্মদ ইমরান হোসেন (৩০) পিতা মৃত জাহের মেম্বার গ্রাম রছুলাবাদকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করে ধ্বংস করা হয়।অভিযানে সহযোগিতা করেন নবীনগর থানার এসআই মোঃ রনি সোরে রানা সহ সঙ্গীয় ফোর্স।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।