রাজু রায়হান, জেলা প্রতিনিধি বরগুনা: বরগুনা সদর উপজেলার ০৭ নং ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী আবাসনে তিন বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে শাহীন (২৬) নামে এক যুবককে আ’টক করেছে পুলিশ।
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ।
তিনি জানান, রোববার রাতে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের আবাসনের বাসিন্দা শাহীনের বিরুদ্ধে তিন বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করা হয়েছে বলে উল্লেখ করে মামলা করেন ওই শিশুটির মা। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে শাহীনকে গ্রেফতার করে বরগুনা সদর পুলিশ।
গ্রেফতারকৃত আসামি শাহীন একই উপজেলার মৃত লাল মিয়ার ছেলে এবং পোটাকাখালী আবাসনের বাসিন্দা।
এলাকাবাসীর সাক্ষাৎকারে স্পষ্টতা পাওয়া গেছে যে, শাহীন প্রায় সময়ই মা’দক নেশায় আসক্ত থাকতো। শাহিনের কৃতকর্মের জন্য বিচার চেয়েছেন ওই এলাকার জনসাধারণ।
শিশুটির মা সাংবাদিকদের সাক্ষাৎকারে এ’কথা বলেন, রোববার দুপুরে আমার তিন বছরের শিশুকন্যাকে ডউয়া ফল ও মজা কিনে দেওয়ার কথা বলে আমার কাছ থেকে বখাটে শাহিন তার বাসায় নিয়ে যায়। অনেকক্ষণ পরে মেয়ে বাসায় আসলে আমাকে ঘটনা খুলে বলে। পরে স্থানীয়দের সহায়তায় মেয়েকে নিয়ে থানায় উপস্থিত হই।
এ বিষয়ে বরগুনা সদর থানায় একটি মামলা করা হয়, মামলা হওয়ার পরক্ষণেই পুলিশ অভিযুক্ত শাহীনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ জানান, অভিযুক্তর বিরুদ্ধে শিশু ধর্ষণের দায়ে আসামিকে রোববার রাতে গ্রেফতার করতে সক্ষম হয়ে আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।