নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাব-পুলিশের সঙ্গে বিহারীদের সংঘর্ষের ঘটনায় ৪৯ জন এজাহার নামীয়সহ অজ্ঞাত আরো ২শ’ থেকে ৩শ’ নারী-পুরুষকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করা হয়। এ মামলায় এখনো কেউ গ্রেফতার হয়নি।
এ বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ মশিউর রহমান।তিনি জানান, পুলিশের কর্তব্য কাজে বাধা প্রদান ও পুলিশের গায়ে আঘাতসহ বিভিন্ন অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ত¤œয় মন্ডল বাদী হয়ে ৪৯ জন এজাহার নামীয়সহ অজ্ঞাত আরো ২শ’ থেকে ৩শ’ নারী-পুরুষকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ মামলায় কেউ এখনো গ্রেফতার হয়নি। তবে আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, রবিবার রাতভর সিদ্ধিরগঞ্জের আদমজীর সুমিলপাড়ার বিহারীক্যাম্পে অভিযানে পুলিশের এস,আই এর উপর হামলা মামলায় ৩২ জন আসামীদের গ্রেফতার করা হয়। এর প্রতিবাদে বিহারীরা সোমবার সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় পুলিশ-র্যাবের সঙ্গে বিহারীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫০ রাউন্ড টিয়ার গ্যাস শেল ও শতাধিক রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। এ সময় বিহারীরা পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মত ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশসহ ১৫ জন আহত হয়।