আশুলিয়া প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় এক আওয়ামী লীগ নেতার ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তার বাড়িতে হামলা চালিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। এসময় মারধর ভাঙ্গচুর সহ ঘরে থাকা ব্যাবসায়িক মুলধন ৩ লাখ টাকা লুটে নেয় বলে অভিযোগ করেন নির্যাতনের স্বীকার ভুক্তভুগী আওয়ামী লীগ নেতা রনি আহমেদ।এবিষয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
সরেজমিন প্রতিবেদনে জানাযায় শুক্রবার (১০ জুন) দুপুর ২টার দিকে আশুলিয়ার উত্তর জামগড়ার গফুর মন্ডর স্কুল এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আওয়ামী লীগ নেতার নাম রনি আহম্মেদ। তিনি আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১ং ওয়ার্ড আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।
রনি আহম্মেদ অভিযোগ করে বলেন, জামগড়া গফুর মন্ডল স্কুল এলাকার দারোগ আলীর ছেলে মো: জয়নাল মিয়া (৩৮), ও রুবেল মিয়া(২৭), ফালু মিয়ার ছেলে মোখলেস সহ অজ্ঞাত প্রায় ১৫ থেকে ২০ জন তার বাড়িতে এস ভামলা ভাংচুর ও লুটপাট করে সটকে পরে।
জানা যায়, ঘটনার সূত্রপাত রনি আহমেদ তার ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছিলেন,সংক্ষিপ্ত স্ট্যাটাস ছিলো এমন, ‘ভাই আপনারা কি মীর জাফরকে দেখেছেন’ এই স্ট্যাটাসকে কেন্দ্র করে হামলাকারীরা বাড়িতে এসে আগে মোবাইল ফোনে ওই স্ট্যাটাস দেখায়, তারপর মারধর শুরু করে। এসময় আঘাতের যন্ত্রনায় ছটফটানির এক পর্যায়ে রনি আহমেদ খাটের তোষক উলটপালট হয়েযায় যায়, আর তোষকের নিচে রাখা টাকার বান্ডিল বের হয়েপরলে হামলাকারিগণ টাকা দেখে লুফেনেয় টাকার বান্ডেরগুলি।সংবাদ সংগ্রহের সময় রনির হাতে ও কোমড়ে জখমের চিহ্ন দেখা যায়। রনি আহমেদের বাড়ির উঠোনে লোকজনের ভিড় করা একটি সিসিটিভি ফুটেজ এই প্রতিবেদকের হাতে এসেছে। যেখানে দেখা যায় জয়নাল সহ বেশ কিছু মানুষের হট্টোগোল করে রনির ঘরে ঢুকছে।
রনি আহমেদ বলেন, জয়নালের ভাই রুবেল এলাকায় মেলার নামে জুয়ার আসর বসানো ছাড়াও নানা প্রকার অসামাজিক অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত থাকে।রনি এগুলোর বিরুদ্ধে কথা বলায় তাদের সাথে পূর্বেই সত্রুতা ছিলো।এবার স্ট্যাটাসকে কেন্দ্র করে সেই সত্রুতার জেরতুলতে তার বাসায় জয়নাল, মোখলেস রুবেলসহ একদল সন্ত্রাসী এসে আমাকে জিজ্ঞেস করে, এই স্ট্যাটাস কেন দিয়েছি। রনি বলেন আমি তো কারও নাম উল্লেখ করে স্ট্যাটাস দেইনি। এই কথার পরেই তাকে মারধর শুরু করে বলে জানান তিনি।তার বিছানার নিচে থাকা টাকা নিয়েছে জয়নালের ভাই রুবেল।কিনি আরো বলেন বাসায় ভাড়াটিয়ারা যদি না থাকত তাহলে হয়ত বড় কোনো অ-ঘটন ঘটে যেত। এবিষয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।রনি নআরো বলেন আমাকে এলাকা ছাড়তে বলছে তারা। আমাকে ব্যবসা বাণিজ্য করতে দিবে না বলেও হুমকি দিয়েছে হামলাকারি সন্ত্রাসীরা।