
ডেস্ক রিপোর্ট:: ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চল লুহানস্কের ৯৫ শতাংশ নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। রবিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিচালিত জাভেজদা টিভি চ্যানেল এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের বাহিনী এখনও সেভেরোদোনেৎস্ক এবং লাইসিচানস্ককে ধরে রেখেছে। খবর আলজাজিরার।
এর আগে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রুশ বাহিনী লুহানস্কের সেভারোদনেৎস্ক শহরে বড় ধরনের হামলা শুরু করেছে। লুহানস্কে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা সবশেষ অঞ্চলের মধ্যে সেভারোদনেস্ক একটি।
এ ছাড়া রাশিয়ার সেনাবাহিনী সেভারোদনেস্কে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে জানিয়েছেন, লুহানস্কের গভর্নর সেরহেই গাইদাই।