ডেস্ক রিপোর্ট:: বৃহস্পতিবার পর্যন্ত জানা গিয়েছিল, আজভস্টালে প্রায় ২০০ জন বেসামরিক লোক আটকে ছিলেন। জানা যায়, শুক্রবার উদ্ধারকারীরা ১১ জন শিশু সহ প্রায় ৫০ জনকে উদ্ধার করতে সমর্থ হন।
জাতিসংঘ ও রেডক্রসের উদ্ধারকারীরা এই ৫০ জনকে বের করে আনেন। এরপর রুশ বাহিনীর প্রহরায় বাসে করে তাদের নিয়ে যাওয়া হয় পূর্ব মারিউপোলের শহর বেজিমিনের একটি কেন্দ্রে। এই শহরটি রাশিয়ার দখলে আছে।
ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়, পরবর্তীতে উদ্ধারকৃত বেসামরিক লোকদের ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন শহরে নিয়ে যাওয়া হয়।
এদিকে এর আগে শুক্রবার রাশিয়ার গণমাধ্যম আরআইএ জানায়, আজভস্টাল থেকে শুক্রবার প্রথম ধাপে ১২ জন বেসামরিক লোকদের উদ্ধার করা হয়। কিন্তু শনিবার আর সেখান থেকে কাউকে উদ্ধার করার তৎপরতা চালানো হয়নি।
এদিকে বেসামরিক লোকদের বের করে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হলেও আজভস্টালের ভেতর অসংখ্য ইউক্রেনীয় সেনা ও আজভ ব্রিগেডের সেনারা আছেন।
ভেতরে তারা কি অবস্থায় আছেন এ বিষয়ে আপাতত কেউ কিছু জানেন না।
রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, আজভস্টালে আটকে থাকা সেনারা অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করলেই শুধুমাত্র বের হতে পারবেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি অবশ্য জানিয়েছেন, সেনাদের বের করে নিয়ে আসতে কূটনৈতিক তৎপরতা চালাবেন তারা।
সূত্র: সিএনএন