নবীনগর প্রতিনিধি ( ব্রাহ্মণবাড়িয়া ) :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার অবসরপ্রাপ্ত সৈনিক সমাজ কল্যাণ সমিতির ৪৩ বছর পুর্তি ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত সকলের নিকট আগামী নির্বাচনে সহযোগিতা চাইলেন নবীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি ফয়জুর রহমান বাদল।
শনিবার (১৫/৭) নবীনগর মহিলা কলেজ প্রাঙ্গনে এ পূর্তি উৎসব অনুষ্ঠানে আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি প্রয়াত সার্জেন্ট মজিবুর রহমানের সন্তান হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন,সংগঠনের প্রধান উপদেষ্ঠা লেফটেনেন্ট কর্নেল (অবঃ) মোঃ জি আর জাহাঙ্গীর।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার(অবঃ) বীর মুক্তিযোদ্ধা আবু জাহের।বক্তব্য রাখেন, আ’লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান,ক্যাপ্টেন(অবঃ)রফিকুল ইসলাম,চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন আহমেদ,মোঃ শাহাবুদ্দিন,জহির উদ্দিন সিদ্দিক টিটু,মোঃ কামাল উদ্দিন, মুফতি শহিদুল হক,কমরেড ইসহাক,দুলাল মিয়া,আজিজুর রহমান প্রমূখ।
এ সময় নবীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি ফয়জুর রহমান বাদল আরো বলেন,আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে আপনারা অতীতের মতোই আমার পাশে থাকবেন,আমি নবীনগরবাসীর কল্যাণের জন্য আগামী নির্বাচনে আবারও অংশগ্রহণ করতে চাই।
বাংলাদেশকে বিশ্বমানের স্মার্ট বাংলাদেশ করতে শেখ হাসিনার কোন বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।