বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও নবাবপুর ইউনিয়নের স্কুল ও মাদ্রাসার সার্বিক তত্বাবধানে গতকাল ২৩ জানুয়ারি সোমবার সকালে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগীতা ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
এস এম সি নবাবপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটরি সভাপতি ও নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীরের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আমজাদ হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজ ইকবাল, মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমির উদ্দিন মোল্ল্যা, সদায়শিবপুর দাখিল মাদ্রাসার সুপার আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, ধর্মীয় শিক্ষক আরসাদ আলী, ক্রীড়া শিক্ষক তাইজুল ইসলামসহ শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।