ডেস্ক রিপোর্ট: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার তারা কাজাখস্তানে এই বৈঠকে মিলিত হচ্ছেন বলে রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, কাজাখস্তানের রাজধানী আস্তানায় এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।
ইউক্রেন ইস্যুতে রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে আলোচনার ব্যাপারে তুরস্কের প্রস্তাব নিয়েও দুই নেতার আলোচনা হতে পারে বলে জানান পেসকভ।
এদিকে ইউক্রেনে সিরিজ ক্ষেপণাস্ত্র হামলার পর তুরস্কের সঙ্গে আলোচনা করেছে রাশিয়া।
মঙ্গলবার ফোনে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকরের সঙ্গে কথা বলেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।
ফোনালাপে ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেন দুই নেতা। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক, সিরিয়া ইস্যু এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা হয় তাদের।
তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী রাশিয়ার মন্ত্রীকে বলেছেন, আরও প্রাণহানি রোধ এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জরুরিভিত্তিতে একটি যুদ্ধবিরতি হওয়া দরকার।