শ্রীপুর (গাজীপুর সদর) প্রতিনিধি : নব গঠিত গাজীপুর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের নেতাদের নির্বাচিত করায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে রোজ রবিবার (২৫সেপ্টেম্বর) বাদ আসর বরমী বাজারে বিএনপির অফিসে সংবর্ধানা দেওয়া হয়েছে।
বরমী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোশারফ হোসেন রতন ফকিরের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ফয়েজ আল মামুনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি এবং সংবর্ধিত নেতা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান ফকির, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরমী ইউনিয়ন বিএনপির সভাপতি আফাজ উদ্দিন প্রধান, বিএনপি নেতা মোজাম্মেল হক মাস্টার, আবুল হোসেন, মাহমুদুল হাসান মাস্টার, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক উবায়দুর রহমান সোহেল মন্ডল, বিএনপি নেতা শাহাদাত হোসেন জসিম, আক্তার হোসেন মেম্বার, কাজল মিয়া, আছির উদ্দিন বেপারী, আনোয়ার আজাদ নয়ন, মোয়াজ্জেম হোসেন চন্দন, শহিদ মিয়া,শরীফ মড়ল, কামাল হোসেন, শ্রমিকদলের নেতা কাজল মিয়া, ছাত্রদলের নেতা আল আমিন, নয়ন, রিফাত ফকির প্রমুখ।
আলোচনা শেষে উপজেলা বিএনপির সভাপতি এবং নব নির্বাচিত জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহজাহান ফকির, বরমী ইউনিয়ন বিএনপির সভাপতি এবং নব নির্বাচিত জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফাজ প্রধানকে ইউনিয়ন বিএনপির নেতা কর্মীরা ফুলের তোরা এবং মালা দিয়ে বরণ করে নিয়েছেন।