ডেস্ক রিপোর্ট: সম্প্রতি খেরসনের একটি গুরুত্বপূর্ণ সেতুতে যুক্তরাষ্ট্রের দেওয়া দূর-পাল্লার রকেট দিয়ে হামলা চালায় ইউক্রেনের সেনা বাহিনী। এ কারণে রাশিয়ার জন্য আন্তোনিভস্কি সেতুর মাধ্যমে সেনা ও অস্ত্র পাঠানো অসম্ভব হয়ে দাঁড়ায়।
খেরসন দখলে রাখা রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ। কারণ এটি ক্রিমিয়ার সঙ্গে স্থল যোগাযোগ তৈরি করে। যে অঞ্চল ২০১৪ সালে দখলে নিয়েছিল মস্কো।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, ২৪ ফেব্রুয়ারি হামলা শুরুর পর থেকে রাশিয়ার দখলে চলে যাওয়া এ অঞ্চল ‘কার্যত অন্যান্য দখল করা অঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে’।
যদিও ইউক্রেনের সেনাবাহিনী সতর্ক করেছে, খেরসনকে রক্ষার জন্য মস্কো পূর্ব ইউক্রেন থেকে তার সেনাদের পুনরায় মোতায়েন করছে।