
আশুলিয়া প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় নকল ঔষধ তৈরির প্রতিষ্ঠান সিলগালা এক লক্ষটাকা জরিমানা সহ তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে । অভিযানে সেক্সয়াল ঔষধ সহ বিভিন্ন প্রকার নকল ঔষধ বিনষ্ট ও কারখানা মালিক কে তিন মাসের কারাদন্ড সহ এক লক্ষ টাকা জরিমানা করেন আশুলিয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন।
২৪ মে মঙ্গলবার আশুলিয়ার গনকবাড়ী(আশুলিয়া থানার পিছনে )একটি নকর ঔষধ তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।
যশোরের কেশবপুর থানাধীন মঙ্গলকোট এর মৃত্যু লোকমান উদ্দিনিনের ছেলে আব্দুর রশিদ এর মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত গাজী মেডিসিন পয়েন্ট নামের নিম্নমানের নকল ঔষধ তৈরি করে বাজার জাত করে আসছিলো সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন।
এসময় বিপুল পরিমানে নকল সেক্সুয়াল ঔষধ জব্দ এবং বিনষ্ঠ করেন অভিযানিক দল।অভিযান কালে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন কারখানাটির মুল মালিক আব্দুর রশিদ কে।
অভিযান কালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক এস,আই আওয়ালের নেতৃত্বে একদল চৌকশ পুলিশ সদস্য আইন সৃংখ্যলা পরিস্থিতি নিয়ন্ত্রনে সার্বক্ষনিক কাজ করেন