
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ফতেহপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
লাউর ফতেহপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক এম এ কাহহার সরকার এর সভাপতিত্বে সদস্য সচিব সাইফুল হক শামীম এর সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের উদ্ভোধন করেন নবীনগর উপজেলা বিএনপির আহবায়ক এম এ মান্নান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত মোঃ সায়েদুল হক সাঈদ। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য এড রাজিব আহসান চৌধুরী পাপ্পু।
এছাড়াও নবীনগর উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্মেলন শেষে নবীনগর উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট এম এ মান্নান লাউর ফতেহপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নবগঠিত কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।