মোঃ রফিকুল ইসলাম মৃধা : ঘিওর (মানিকগঞ্জ): “ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল”- এ শ্লোগানকে সামনে রেখে, সারা দেশের ন্যায় মানিকগঞ্জের ঘিওরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হামিদুর রহমান বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন।
সংশ্লিষ্টরা জানান, স্বচ্ছ- জবাবদিহিমূলক ভূমি সেবা প্রদান এবং সার্বিক ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজতর, জনবান্ধব, যুগোপযোগী, আধুনিক ও ডিজিটাল করার লক্ষ্যে এ ভূমি সেবা সপ্তাহ (১৯ মে – ২৩ মে) ২০২২ পালিত হচ্ছে।
এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মোহছেন উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসিনা আক্তার পারভিন, ঘিওর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আনোয়ারুল হক, উপজেলার বিভিন্ন ইউনিয়নের সকল কর্মকর্তা-কর্মচারীগন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।