
মেহেদী হাসান লিটন,বগুড়া প্রতিনিধি: মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য শ্লোগানকে ধারণ করে অসুস্থ্য হাবিবার পাশে দাঁড়ালো আইন ও অধিকার ফাউন্ডেশন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা প্রস্তাবিত বগুড়া সদর উপজেলা শাখা ১৫ নং ওয়ার্ড কমিটি ।
বগুড়া পৌরসভার ১৫ ওয়ার্ড এর গোদারপাড়া(তালতলা)র ছয়পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হাবিবা খাতুনের হার্ড ফুটো হয়েছে মর্মে চিকিৎসকগণ জানালে হাবিবার পিতা আঃ হাদীর মতো স্বল্প আয়ের মানুষের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ে । চিকিৎসকগণ বলেছেন দশ লাখ টাকা ব্যয় হবে তার চিকিৎসায় । এমতাবস্থায় অসুস্থ হাবিবার পাশে দাড়িয়ে ইতোপূর্বে দুই লাখ টাকা অনুদান হিসেবে দিয়েছে আইন ও অধিকার ফাউন্ডেশন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা প্রস্তাবিত বগুড়া সদর উপজেলা শাখা ।
প্রস্তাবিত বগুড়া সদর উপজেলা শাখা ও ১৫ ওয়ার্ড কমিটির গোদারপাড়া বাজারে অবস্থিত কার্য়ালয়ে মঙ্গলবার দুপুরে অসুস্থ হাবিবা ও তার পিতা মাতার হাতে আবারো এক লাখ পাঁচ হাজার টাকার চেক প্রদান করা সংস্থাটি । চেক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রস্তাবিত বগুড়া সদর উপজেলা কমিটির সভাপতি মোঃ মুনিরুজ্জামান খোরশেদ ।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি আর হাসান, সহ-সভাপতি আবুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মানিক,সহ সাধারণ সম্পাদক ধলু মিয়া মন্ডল,সহ সাধারণ সম্পাদক সেলিম রেজা, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মুক্তার হোসেন, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান আসাদ,ক্রীডা সম্পাদক শামীম জোয়ারদার, সাংস্কৃতিক সম্পাদক আতিকুর রহমান ধলু, পরিবেশ বিষয়ক সম্পাদক পান্নান শেখ,স্পিকার জাহাঙ্গীর আলম সরকার, দপ্তর সম্পাদক লিটন রহমান, উপদেষ্টা সিদ্দিকীকুর রহমান বাবলু, সদস্য মুক্তার হোসেন,আইনুল সরদার ও হাবিবার পিতা আঃ হাদী মাতা আসমা বেগম ।
হাবিবাকে সাহায্য পাঠানোর জন্য বিকাশ নং-০১৭৮৭-৪৪ ৬২ ৫৭