ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় দূর্নীতির চিত্র পত্রিকায় তুলে ধরার জেরে দৈনিক অবজারভার পত্রিকার সাংবাদিক মাহমুদুর রহমান তুরানের উপর সন্ত্রাসি হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন রাস্তার উপর এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।
হামলার শিকার মাহমুদুর রহমান তুরান জানান, প্রতিদিনের ন্যায় বাসা হইতে সে মোটরসাইকেল নিয়ে হাসপাতালের সামনে আসা মাত্র এলাকার দুস্কৃতকারী ওমর মোল্লা, রতন মোল্লা সহ ৭/৮ জন পরিকল্পিতভাবে তার উপর হামলা চালায়। পরে স্থানীয়রা এগিয়ে এলে দুস্কৃতকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে তারা হুমকি দিয়ে কঠোর যায়, ভবিষ্যতে ডাক্তারের বিরুদ্বে কোন লেখালেখি করলে কঠিন পরিনতি হবে।
মাহমুদুর রহমান তুরান আরও বলেন, বর্তমানে দায়িত্বরত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ মোহসিন উদ্দিন ফকির স্থানীয় দুষ্কৃতকারীদের সাথে নিয়ে নানা অপকর্ম করে যাচ্ছে। তার এহেন কর্মকান্ডে বাধা দেওয়া এবং কুকীর্তি মিডিয়ায় তুলে ধরায় ক্ষিপ্ত হয়ে দুস্কৃতকারীদের দিয়ে হামলা চালিয়েছে।
এই ব্যাপারে ডাঃ মোহসিন উদ্দিন ফকির অভিযোগ অস্বীকার করে বলেন, তুরান ভাল ছেলে কিন্তু কে বা কাহারা এটা করেছে সেই ব্যাপারে আমি কিছুই জানি না।
এদিকে এ ঘটনার জেরে ভাঙ্গা থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এদিকে হামলার ঘটনায় সাংবাদিক সমাজ সহ সচেতন মহল তীব্র নিন্দা জানিয়েছেন।