নবীনগর-প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-৫(নবীনগর) আসনের সাবেক সাংসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল (ইনু) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, বাংলাদেশ ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা অ্যাাডভোকেট শাহ জিকরুল আহমেদ খোকন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনী প্রচারনাকালে হার্ট অ্যাটাকে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার রাতে তিনি গোপালগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ১০টা ২০মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪বছর। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ৩ কন্যা রেখে যান।
রবিবার সকাল ১১.০০ টায় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের মধ্যে দিয়ে নবীনগর সরকারি হাই স্কুল মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার দ্বিতীয় নামাজে জানাজা বাদ আছর বাংলাদেশ সুপ্রিম কোর্ট চত্বর ও তৃতীয় নামাজে জানাজা বাদ মাগরিব ঢাকা টেক্সেস বার চত্বরে অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ১১.০০ টায় জাতীয় সংসদ ভবন চত্বরে নামাজে জানাজা শেষে তাঁকে তাঁর মায়ের কবরের পাশে বনানী কবরস্থানে শায়িত করা হবে।
তিনি আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ২০২২-২০২৫ নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদের সাধারণ আসনে প্রার্থী হয়েছেন শাহ জিকরুল আহমেদ। সমগ্র বাংলাদেশের ৬৪ জেলার আইনজীবি বার সমিতি সহ মোট ৮৩টি বার সমিতিতে স্থাপিত ভোট কেন্দ্রে আগামী ২৫ মে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। শাহ জিকরুল আহমেদ শনিবার মানিকগঞ্জ থেকে নির্বাচনি প্রচারণা শুরু করে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ীসহ বিভিন্ন জায়গায় সভা করে রাতে গোপালগঞ্জে ফেরেন। গোপালগঞ্জ বার সমিতি অফিসে নির্বাচনি সভা চলছিল। অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ বক্তব্য শেষ করে চেয়ারের বসার পরে হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে গোপালগঞ্জ গোপালগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহ জিকরুল আহমেদ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার পৌরসভার আলমনগর গ্রামে ১৯৫১ সালের ১৬ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা কলেজ ছাত্রজীবনে ছাত্রলীগ রাজনীতির মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক জীবন শুরু। স্বাধীনতা আন্দোলনের অন্যতম এই সংগঠক মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দিয়ে লাল সবুজের উড়াতে অগ্রনী ভূমিকা পালন করেন। স্বাধীনতা যুদ্ধের পর ১৯৭২ সালে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সৃষ্টিলগ্ন থেকে জাসদ ছাত্রলীগে যোগদেন। এরপর শাহ জিকরুল আহম্মেদ হলেন হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়াা-৫ (নবীনগর) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট থেকে নৌকা প্রতীকে ২০০৯ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ নির্বাচিত হন।
তার মৃত্যুতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, ব্রাহ্মণবাড়িয়া-৫(নবীনগর) আসনের এমপি এবাদুল করিম বুলবুল, উপজেলা আ’লীগের সভাপতি সাবেক সাংসদ ফয়জুর রহমান বাদল ও মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক সমাজিক সংঠন গভীর শোক প্রকাশ করেছে।
তারা পৃথক শোকবার্তায় এড. শাহ জিকরুল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবার-স্বজন-দলের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। তারা প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে দুঃসাহসী ভুমিকা পালনসহ দেশ-জাতি-জনগণের জন্য তার অবদান ও ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।