রূপকথার গল্প
-শাহজাহান সিরাজ সবুজ
পথের ধুলো গায়ে মেখে,
রোদ্দুরে জ্বলে-পড়ে ছারখার,
বৃষ্টিতে ভিজে একাকার,
তবুও ঠাঁয় দাঁড়িয়ে আছি,
তেপথের মাথায়, তব প্রতিক্ষায়।
এই পথে তুমি চলে গেছো,
তাইতো আমার দাঁড়িয়ে থাকা,
যদি তুমি ফিরে আসো।
ধুলোমাখা গা, মলিন কাপড়,
দিনের আলোয় হাসছি ভালো,
রাতের আঁধারে ঝড় নামে বুকে।
কি যে ভাবনায় ডুবেছি আমি,
ভাবতে পারিনা আর,
তুমিহীনা স্বপ্নগুলো এলোমেলো,
ভাবনাগুলো দিশেহারা।
মেঘ জমেছে মনের কোণে,
তুমি আসলেই বৃষ্টি হয়ে ঝড়বে।
মন উড়েনা আর নীল আকাশে,
মেঘের ভেলায় ভেসে ভেসে,
থমকে গেছে সময় তেপথে,
তব প্রতিক্ষায় ঠাঁয় দাঁড়িয়ে।
এক একটি শব্দ, এক একটি গল্প,
কথার মালা গাঁথা রূপ কথার বর্ণ,
যদি তোমায় ফিরে পাইগো,
তা হবে এক রূপকথার গল্প।
আরও পড়ুন
সেপ্টেম্বর ৪, ২০২৪ ১০:০০ পূর্বাহ্ণ
সেপ্টেম্বর ২, ২০২৪ ৪:০২ অপরাহ্ণ