
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজ ঈদ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ-শান্তি আর সমৃদ্ধি। ঈদের দিনে ধনী-গরিব নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হয়ে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। ঈদের আগের এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আমরা আত্মাকে পরিশুদ্ধ করি।
একে অপরের দুঃখ-কষ্ট বুঝতে সচেষ্ট হই। রোজার প্রধান লক্ষ্য ত্যাগ ও সংযম। ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ত্যাগের অনুপম দৃষ্টান্ত স্থাপন করতে পারলে তা হবে সবার জন্য কল্যাণকর। গত দুই বছর ঈদ উৎসব উদযাপিত হয়েছে ভিন্ন প্রেক্ষাপটে। করোনা মহামারি মানুষের ঈদ আনন্দকে অনেকটা ম্লান করে দিয়েছে।
এবার করোনার সংক্রমণ অনেকটাই কমে আসায় ঈদ উদযাপিত হবে পরিপূর্ণ উৎসবের মধ্য দিয়ে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্যাপন করতে বিপুলসংখ্যক মানুষ বাড়ি গেছেন এবার। আমাদের জীবনে অনেক সমস্যা আছে, আছে অনেক জটিলতা, তা সত্ত্বেও যার যার সামর্থ্য অনুযায়ী প্রিয়জনকে নতুন পোশাক ও উপহারসামগ্রী কিনে দেন। যারা সারা বছর জীর্ণ পোশাকে থাকেন, তারাও ঈদের দিনে সন্তানদের গায়ে নতুন পোশাক পরাতে চান। কারণ ঈদের আনন্দ কেবল একা ভোগ করার নয়, গরিব-দুঃখী মানুষকে তাতে শামিল করতে হয়। এটিও ইসলামের শিক্ষা।
ঈদ আসে সাম্যের দাওয়াত নিয়ে। অনেকে ধর্মের আনুষ্ঠানিকতাকে বড় করে দেখেন। এর মর্ম অনুধাবন করেন না। ইসলাম শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের ওপর সর্বাধিক গুরুত্ব দেয়। ঈদুলফিতরের আনন্দ সবাই ভাগাভাগি করে নেবেন-এটাই প্রত্যাশা। সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক