কে,এম.আতিয়ারুল, সাভার থেকে: সাভারের আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা ইপিজেড চায়না গার্ডেন রেষ্টুরেন্টে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ছে।
অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলটি রিপোর্টাস ক্লাব সভাপতি মোঃ শাহ আলম এর সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নুর আলম সিদ্দিকী মানু’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আ.লীগের সভাপতি মোঃ ফারুক হাসান তুহিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা কৃষক লীগ সভাপতি মিয়া আবদুর রহীম, ধামসোনা ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক হাজী মতিউর রহমান মতি, ৬নং ওয়ার্ড মেম্বার হাজী আবু সাদেক ভূঁইয়া,আশুলিয়া থানা মৎসজীবি লীগ সভাপতি আরিফুল ইসলাম, আশুলিয়া থানা জাতীয় শ্রমিক লীগ সাবেক সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন জমিদার, আশুলিয়া থানা ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানভির আহম্মেদ সহ আওয়ামী অঙ্গ ও সহোযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে তুহিন, বলেন,সাংবাদিকেরা সমাজের দর্পণ জাতির বিবেক, সাংবাদিক আইনশৃংখলা বাহিনী এবং রাজনীতিবিদ এই তিনটি অংশ একটি টিমওয়ার্ক এই টিমওয়ার্ক যত শুন্দর হবে সমাজ ততটা শুন্দর হবে। বক্তব্য শেষে তিনি সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের প্রশংসা করেন।
অনুষ্ঠানটিতে এসময় রিপোর্টার্স ক্লাবের সকল সাংবাদিক বৃন্দ মাদ্রাসা শিক্ষক ও এতিম ছাত্র সহ এলাকার বিভিন্ন শ্রেনীপেশার মানুষ ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহন করেন
লীগের সাবেক সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন জমিদার, আশুলিয়া থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভির আহম্মেদ সহ আ.লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ।