
শেকানুল ইসলাম শাহী: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, টঙ্গী থানা কমিটির সাবেক সভাপতি, ভুমিহীন ক্ষেতমুজুর সমিতি, টঙ্গীর থানার সবেক সভাপতি জনাব মোঃ হাসান উদ্দিন মোল্লা সোমবার (৭ আগস্ট) রাত ১১টায় না ফেরার দেশে চলে গেলেন।
তিনি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সোচ্চার ছিলেন।
রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনে অনন্য ভূমিকা রেখেছেন। গণমুক্তির কর্মসূচিগুলোতে তাঁর ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। দূর্যোগ-দূর্বিপাকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।
টঙ্গীর সাংস্কৃতিক আন্দোলনে সাহস যুগিয়েছেন, সহযোগিতা করেছেন। তিনি ছিলেন উদীচী শিল্পী গোষ্ঠী, টঙ্গী শাখার সাবেক সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গীর প্রবীণ সদস্য।
মঙ্গলবার (৮ আগষ্ট) সকাল ১১টায় মোল্লাবাড়ি জামে মসজিদ, আউচপাড়া, টঙ্গীতে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।