
এ এইচ অনিক বিশেষ প্রতিনিধি :
মাত্র কদিন আগে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পদক পাওয়া আলফাডাঙ্গা থানার ওসি আবু তাহের। আরো একটি ভালো কাজের সাক্ষী হয়ে থাকলেন শুধু আলফাডাঙ্গা নয় গোটা দেশের স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের অভিভাবকেরা। গতকাল রবিবার দুপুর এক টায় স্কুল চলাকালে ক্লাস ফাঁকি দিয়ে নদী পাড়ে রাস্তায় আড্ডা দিচ্ছিল নবম শ্রেণির চার স্কুলছাত্র।
ঘটনাটি চোখে পড়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবু তাহের এর। পরে তাদের কাউন্সিলিং এর মাধ্যমে বুঝিয়ে নিজ গাড়িতে করে তাদের শিক্ষা প্রতিষ্ঠান এ জেড পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্লাসে পৌছেদেন তিনি। এমন ঘটনা তার কাছে নুতান কিছু নয়।
যেমন কদিন আগে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনের সড়কে একটি ঘোড়ার গাড়ি থেকে ভারি কাঠের বোঝা নামিয়ে ঘোড়াটিকে বোঝা মুক্ত করেন মানবি এই ওসি আবু তাহের। ঘটনার প্রকাশ রবিবার দুপুর ১টার দিকে ক্লাস চলাকালীন সময়ে ক্লাস ফাকি দিয়ে দেয়াল টপকিয়ে আলফাডাঙ্গা উপজেলা শহর ঘেশা বারাশিয়া নদীর পাড়ের রাস্তাদিয়ে হাটাহাটি করছিলো ওই চার শিক্ষার্থী। বিসয়টি নজরে আসে আলফাডাঙ্গা থানার ওসি আবু তাহের এর।
এ বিষয়ে তিনি আমাদের প্রতিনিধিকে বলেন ‘ওই চার ছাত্র ক্লাস ফেলে স্কুলের সীমানা প্রাচীর টপকিয়ে নদীর তীরবর্তী রাস্তায় আড্ডা দিচ্ছিল। বিষয়টি দেখতে পেয়ে আমি তাদের বুঝিয়ে আমাদের গাড়িতে করে তাদের চার জনকেই তাদের শ্রেণিকক্ষে পৌঁছে দিয়েছি। এসময় ঐ চার শিক্ষার্থী ওয়াদা করেন ভবিষ্যতে তাহারা এমন কাজ আর করবে না বলে শপথ করেছে।’ এদিকে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুল ইসলাম ঘটনাটির জন্য ওসি আলফাডাঙ্গা কে ধন্যবাদ জনিয়ে বলেন। ‘ওই চার ছাত্রের অভিভাবকদের ও ডেকে বিষয়টি জানানো হয়েছে। স্কুলের অন্য শিক্ষার্থীদেরও এ বিষয়ে সতর্ক করা হয়েছে।